[Verse]
তুমি হাসো আম্মু ভালোবাসার ধারা
তানিয়া লিয়া ইকরা ডাকে সারা
বুক ভরে নাও সুখের বাতাসে
আমরা আছি তুমার সুখের আশে
[Verse 2]
আব্বু আছে তোমার পাশে জানবে
মায়ের মতো ভালোবাসা ভুলবে না কভু
সতত হৃদয়ে রাখব আম্মু তোমায়
তুমি আমাদের আশীর্বাদ জানাই
[Chorus]
আম্মু তুমি সরল আকাশের তারা
আমরা আছি তুমার সাথে সারাক্ষন
তানিয়া লিয়া ইকরা তোমায় ভালোবাসে
আমাদের সব সুখ তুমাকে নিয়ে এই স্বপনে
[Verse 3]
অন্ধকারেও তুমি আলোর আলো
আমাদের প্রাণে তুমি ঐ প্রাণশক্তি ঝড়ো
তোমার হাসি যেন ফুলের মালা
তোমাই নিয়ে আমরা সবাই করছি আশা
[Chorus]
আম্মু তুমি সরল আকাশের তারা
আমরা আছি তুমার সাথে সারাক্ষন
তানিয়া লিয়া ইকরা তোমায় ভালোবাসে
আমাদের সব সুখ তুমাকে নিয়ে এই স্বপনে
[Bridge]
তুমি যত্ন শতভাবে দাও সব প্রানে
তুমার মমতা সবার মাঝে রয় মানে
আমরা আছি তোমার হাতে হাতে
তুমি যেন সুস্থ ও সুন্দর থাকো আম্মু রাতে দিনে